প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ণ
নাটোরের লালপুর -১ আসনে স্বতন্ত্র প্রার্থীর চৌকিদার

নাটোরের লালপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থীর এক চৌকিদার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এক চৌকিদার স্বতন্ত্র প্রার্থীর হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
মো: এসকেন আলী(৪১) নামে এক ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
স্বতন্ত্র প্রার্থী মো: এসকেন আলী(৪১) উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে এবং তিনি ১ নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ(চৌকিদার) হিসেবে বর্তমানে কর্মরত আছেন।
স্বতন্ত্র প্রার্থী মো: এসকেন আলী বলেন, ২০ বছর ধরে স্বপ্ন দেখছি এমপি ভোট করবো। কিন্তু টাকার জন্য সেই স্বপ্ন পুরন করতে পারিনি। আমার নিজের এক কাটা জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছি। আমি বিশ্বাস করি, আমি নির্বাচনে জিতবো। দল-মত নির্বিশেষ সবাই আমাকে ভোট দেবে বলে আমি আশাবাদী।
এলাকাবাসীরা জানান, এর আগে দুবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়ে ফেল করেছে এবং একবার ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টার ছাপিয়েছিলো। কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারেনি। তাই স্বপ্ন পূরণ করতে আড়াই লাখ টাকায় জমি বিক্রি করেছে।
লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাটি শুনে আমি রীতিমতো অবাক হয়েছি। কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ। সে ভোট করতে টাকা কোথায় পাবে। সে আগেও কয়েক বার মেম্বার ভোট করে টাকা খরচ করেছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.