ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন

নান্দাইলে নিরীহ কৃষক পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পায়তারা :জমি দখলের অভিযোগ

নান্দাইল (ময়মমনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের নিরীহ কৃষক শামছুদ্দিনের পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ সহ জোর পূর্বক কৃষকের জমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া শারীরিক ও মানসিক নির্যাতন সহ খুন জখমের হুমকী দিয়ে আসছে বলে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের পুত্র বিল্লাল হোসেন, জসিম উদ্দিনের পুত্র কামাল মিয়া ও বাবুল মিয়া এবং মৃত আব্দুল ছমেদের পুত্র আ: রহমান, আব্দুল মান্নান মিয়ার পুত্র ইমরান ও নিজাম উদ্দিন গংদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে কোন সুরাহা না পেয়ে নিরীহ কৃষক শামছুদ্দিন
বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানাগেছে, উল্লেখিত ব্যক্তিরা কৃষক শামছুদ্দিনের ভাতিজা ও প্রতিবেশী স্বজন। তাদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ রয়েছে। শামছুদ্দিন জানান, তাঁর ২৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি প্রায় ৫০ বৎসর পূর্বে ভাগ বন্টন করে ভোগ দখল করিয়া আসছে। কিন্তু তাঁর ভাতিজা বিল্লাল হোসেন গত ৩ বৎসর পূর্বে তাহার ব্যক্তিগত
সুবিধার্থে পুনরায় ভাগ বন্টনের নামে জোরপূর্বক শামছুদ্দিনের জমি দখলে নেওয়ার জোর পায়তারা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে শামছুদ্দিন বলেন, উল্লেখিত ব্যক্তিরা কিছুদিন পূর্বে আমার স্ত্রীকে অজ্ঞান করিয়া বসত ঘরের নগদ টাকা সহ মালামাল চুরি করে নিয়ে যায়। যা এলাকায়
জনশ্রæতি রয়েছে। বর্তমানে তারা আমার জমি জোরদখলে নিয়ে ভিটেমাটি ছাড়ার পায়তারা করছে। তারা আমার বসতঘর ভাংচুর সহ বাশেঁর ঝাড় কেটে নিয়ে গেছে। আমি তাদের হাত থেকে রেহাই সহ পুলিশ প্রশাসনের সুবিচার প্রার্থনা করছি। অপরদিকে ভাতিজা বিল্লাল হোসেন বলেন, শামছুদ্দিন আমার চাচা। আমার বাবা মারা যাওয়ার পর আমাদের সম্পত্তি ঠিকমত বন্টন করে দেয়নি। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ