
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত মোল্লার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি ২০২৫ইং) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের চরকৈলাশ এলাকার বিএনপির নেতা শাহাদাত মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।শাহাদাত মোল্লা হাতিয়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।তার স্ত্রী মোতাইরা বেগম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।তিনি প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশ্যে বের হয়ে চলে যায়।স্বামী বের হয়েছেন বাজারের উদ্দেশ্যে।
ভুক্তভোগী জানান,আমার সাথে কারো শুত্রুতা নেই,কারা করেছে ঠিক বুঝতে পারছি না।
এ ঘটনায় ভুক্তভোগী বিএনপির নেতা শাহাদাত মোল্লা হাতিয়া থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগীর বাসায় থাকা প্রত্যক্ষদর্শী তাসফিয়া(১৩) জানান,আমি সামনের দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়েছি, ওয়াশরুম থেকে বের হয়ে দেখি ৭/৮ জন মুখোশ ধারী ডাকাত ঘরের ভিতর রুমে ডুকে সকল জিনিসপত্র ভাংচুর করে এবং টাকা পয়সা নিয়ে যাচ্ছে এমন সময় আমি দেখলে তারা প্রথমে আমার গলা চিপে ধরে,তারপর আমার গলায় চুরি ধরে। পরে তারা যাওয়ার সময় আমাকে জোরপূর্বক এক গ্লাস পানি খাইয়ে দেন, এর পর আমি কিছুই জানিনা,
জ্ঞান ফিরলে আমি ভুক্তভোগী ও এলাকাবাসীকে বিষয়টি জানাই, সোমবার সকালবেলা পাকা দেয়াল দিয়ে দরজা খুলে ৭-৮ জনের মুখোশ পরা ডাকাত দল ঘরের ভিতর ডুকে তাসফিয়া (১৩) নামের এক মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার,নগদ ৬০/৭০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার ও হাতিয়া সার্কেল আমান উল্যাহ ও হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা, ঘটনাস্থলে ছুটে আসেন।
এই সময় তারা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি এবং আলামতগুলো জব্দ করছি, লিখিত অভিযোগ দায়ের করলে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিবো।