মোঃ কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার বিকেলে বোদা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থতে শতাধিক অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় শীর্তাতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের ২৯ বীর এর লে: কণেল ইউসুফ চৌধুরী। এ সময বোদা উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার খালিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।এর আগে দুপুরে দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল উপহার পেয়ে সাধারণ জনগণ আনন্দিত এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।