
জানা গেছে, পটুয়াখালী বাউফল উপজেলার কালাইয়া-ডালিমা ব্রীজের পূর্ব পাশের কচুয়া এলাকার একটি মসজিদের পাশ থেকে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে উদ্ধার করেছে পুলিশ।
বাউফল থানার অফিসার ইন চার্জ(তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ অপহৃতকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
প্রসঙ্গত: বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট মুদি মনোহরী ব্যবসায়ী শিবুন্দ দাস ( শিবু বণিক) কে গত শুক্রবার ৭-৮ জন দূর্বৃত্তরা অস্ত্র এর মুখে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে ৬ জানুয়ারি দিবাগত রাতে বাউফল থানা পুলিশ উদ্ধার করেন। এছাড়াও এ বিষয় নিয়ে গতকাল রবিবার কালাইয়া পুলিশ ফাড়ীঁর ইনর্চাজ কে ক্লোজড করা হয়েছে।