
পঞ্চগড়ে ভিক্ষুক পূর্নবাসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫- জানুয়ারি) দুপুরে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.সাবেত আলী। আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বীসহ অনেকে।
জানা গেছে, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তিনজন ভিক্ষুককে অটোভ্যান, একজনকে মুদি দোকান, চারজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, হাড়িভাসা বাজারের ময়লা বহনের জন্য দুটি ট্রলি, দূর্যোগ ও ত্রান অধিদপ্তরের সহযোগিতায় অসহায় দুস্থ্য শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। উপকার ভোগীরা এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বর্তমান জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।