
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণে রোববার, ৫ জানুয়ারি, দিনব্যাপী অনুষ্ঠিত হলো গলাচিপার এসএসসি ১৯৮৪ ব্যাচের প্রথম পুনর্মিলনী। “এসো মিলি স্মৃতির টানে, বন্ধুমেলা ৮৪” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল পুরনো বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ, এবং সাংস্কৃতিক পরিবেশনার এক বর্ণিল আয়োজন।৪০ বছর পর স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১৮০ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা দিনটি স্মৃতিময় করে তুলেছেন। একে-অপরকে জড়িয়ে ধরে ভাগাভাগি করেছেন সেই পুরনো স্মৃতিগুলো।কেউ আবার ক্যামেরাবন্দি করেছেন সেই আনন্দঘন মুহূর্ত। কেউ সেলফি তুলছিলেন, আবার কেউ পুরোনো গ্রুপের ছবি তোলায় মন দিয়েছিলেন। অংশ নেয় গলাচিপা সরকারী কলেজ অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, গলাচিপা মহিলা
ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, জাতীয় ব্যাংকের এসপিও আমিনুল ইসলাম,বাংলাদেশ বার কাউন্সিলনের চাকুরিজীবী নাজমুল আহসান বাদল, সহকারী পুলিশ কমিশনার (সিএমপি) বশির আহম্মেদ খান,ব্যবসায়ী লিকন তালুকদার, সহকারী অধ্যাপক মোঃ এমদাদ হোসেন, পাতাবুনিয়া আদর্শ কৃষি ও কারিগরী মহাবিদ্যালয় অধ্যক্ষ্ মোঃ মহসিন, জাতীয় পুরস্কার প্রাপ্ত লেখক ও গবেষক বেলায়েত হোসেন মল্লিক সহ ১৮০ জন বন্ধু।দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বনভোজন, স্মৃতিচারণ, র্যাফেল ড্র, পিঠা উৎসব এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। দুপুরের খাবার এবং বিকেলের পিঠার সবাইকে একত্রিত করে ভিন্ন মাত্রা যোগ করেছে। সন্ধ্যার পর আলোকসজ্জায় সেজে ওঠা কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ৮৪ ব্যাচের প্রয়াত বন্ধুদর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, এবং আবৃত্তিতে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা। পুরনো দিনের গানগুলো পরিবেশনের সময় হলজুড়ে ছিল করতালির ধ্বনি।শেষ পর্বে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়,যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।এই পুনর্মিলনীর মাধ্যমে বন্ধুত্বের শক্তি নতুন করে উপলব্ধি করেছেন প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের সবার একটাই প্রত্যাশা—“এমন দিন যেন বারবার ফিরে আসে।”