
আল আমিন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে রবিবার (৫জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকা আন্ধারুপাড়া খলচান্দা (কালিস্থান) আলোর ঘর স্কুলের সামনে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের নিষিদ্ধ মদ সহ একজনকে আটক করেছেন নালিতাবাড়ী থানা পুলিশ।ভারতীয় মদ সহ আটককৃত হলো আন্ধারুপাড়া (বারোমারি,র) ইদ্রিস আলীর ছেলে মোঃ ওয়াসিম (৩৩)
শেরপুর পুলিশ সুপারের দিকনির্দেশনায় নালিতাবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার সার্বিক তত্বাবধায়নে থানা পুলিশের একটি চৌকস টিম আন্ধারুপাড়া খলচান্দা (কালিস্থান) নামক আলোর ঘর স্কুলের সামনে থেকে বস্তায় কার্টুন ভর্তি ৬৫০ বোতল ভারতীয় মাদ সহ ০১ জন কে গ্রেপ্তার করে। জব্দকৃত ৬৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ এর অনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।