
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় বায়ান্ন বোতল ফেন্সিডিলসহ মোঃ রাব্বি হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। আটককৃত ব্যক্তি বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামের রাজু আহমেদের ছেলে।
গতকাল শনিবার (৪ঠা জানুয়ারি) আনুমানিক রাত ১০ টার সময় তাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশী করে ৫২বোতল ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়েছে, মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।