ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বন্ধুকে অপহরণ করে দুই লাখ টাকা দাবি,অপহরণকারী গ্রেফতার

রাজধানীর বাড্ডা থেকে অপহৃত মো.সোহেলকে উদ্ধার ও অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো.সাইফুর রহমান ওরফে সুমন (৪০)।

পুলিশ জানায়, অপহৃত মো. সোহেল ও গ্রেফতার মো. সাইফুর রহমান ওরফে সুমন তুরাগ থানা এলাকায় বসবাস করেন। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্বের সর্ম্পক গড়ে ওঠে। মাঝে মাঝে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ হতো।

রবিবার (৫ জানুয়ারি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি রাত ৯টার দিকে ভুক্তভোগী সোহেল নিজ বাসা থেকে বের হন। এরপর মোটরসাইকেলে করে মধ্য বাড্ডা পোস্ট অফিস গলিতে পৌঁছালে মো. সাইফুর রহমানসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন দুষ্কৃতকারী তার পথ রোধ করে ভয়-ভীতি দেখান। এ সময় সঙ্গে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ তারা সোহলেকে অপহরণ করেন।

পরবর্তীতে রাত রাত সোয়া ৯টার দিকে মো. সাইফুর রহমান ভুক্তভোগীর বন্ধু জহিরুল ইসলামের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে না দিলে অপহৃত সোহেলকে মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় সোহেলের বড় ভাই মো. খোরশেদ আলম রানার অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি মামলা করা হয়।

বাড্ডা থানার ওসি আরও বলেন, মামলা করার পর বাড্ডা থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে অপহৃতকে উদ্ধার ও আসামি গ্রেফতারে তৎপর হয়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যক্তি ও আসামির অবস্থান শনাক্ত করে।

এরপর ৪ জানুয়ারি রাত ১১টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার বাজার গলি এলাকার একটি রিকশা গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে অপহরণকারী সাইফুর রহমান ওরফে সুমনকে গ্রেফতার করা হয় ও অপহৃত মো. সোহেলকে উদ্ধার করা হয়।

এ সময় গ্রেফতার সাইফুরের কাছ থেকে অপহৃতের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে যে মোবাইল ফোন থেকে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছিল সেই মোবাইলফোনটিও জব্দ করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ