
ডেস্ক রিপোর্ট : দিনাজপুর সদর সমিতি আয়োজিত ঢাকাস্থ DSSD টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর রয়েলস।
আজ শনিবার ঢাকার মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠে দিনাজপুর রয়েলস ৮ উইকেটে দিনাজপুর ফাইটার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দুই দিন ব্যাপী অনুষ্ঠিত চারটি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দিনাজপুর জেলার সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ঢাকায় কর্মজীবি এবং দিনাজপুর থেকে অনেকে অংশগ্রহণ করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর জনাব হান্নান সরকার। এ সময় তিনি বলেন, দিনাজপুর সদর সমিতি, ঢাকা আয়োজিত এ খেলায় আমি অভিভূত। আজকের এ খেলায় দিনাজপুর জেলার সাবেক খেলোয়াড়দের যেন এটি মিলন মেলায় পরিনত হয়েছে। এ ধরনের খেলার মাধ্যমে একে অন্যের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়। তিনি এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

খেলায় শ্রেষ্ঠ ব্যাটসম্যান সোহেল রানা মুরাদ. শ্রেষ্ঠ বোলার ইমরান. শ্রেষ্ঠ ফিল্ডার ইঞ্জিনিয়ার পারভেজ হোসেন সুমন এবং ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন জামিল বাবু।

খেলায় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানকারী এবং নির্দেশক ডাক্তার মোঃ শাকিল আকতার এবং হাবিব আহমেদ হচি। খেলা পরিচালনা করেন আম্পায়ার আরিফুল আলম পল্লব এবং শামীম কবির অপু।

প্রসংগত, গত ৩রা জানুয়ারি Dinajpur Kings, Dinajpur Royals, Dinajpur Warriors, Dinajpur Fighters এই ৪টি দল নিয়ে DSSD T-20 CRICKET TORNAMENT শুরু হয়েছিলো। আজ চুড়ান্ত খেলার মাধ্যমে এ বছরের টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।