ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

‘নাগরিক-পুলিশ সম্মিলিত চেষ্টায় ঢাকা হবে নিরাপদ নগরী’

জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করতে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। জনসাধারণ ও পুলিশ সম্মিলিতভাবে কাজ করলে ঢাকা নিরাপদ নগরী হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো.নজরুল ইসলাম।

শনিবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর ওয়ারীতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। জনগণের প্রত্যাশিত পুলিশ হতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকলে ঢাকা শহরের অপরাধ সহনশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। আপনার যেমন জনবান্ধব পুলিশ চান আমরাও তেমনি পুলিশ বান্ধব জনগণ চাই।

তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি করে গেছে আমাদের তরুণ সমাজ। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আপনারা পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন। প্রত্যেক থানায় সিটিজেন ফোরামের মাধ্যমে আমরা যেসব মতামত পাচ্ছি তার প্রতিফলন পুলিশি কার্যক্রমে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেক নাগরিককে তার নিজের অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাহলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। আপনারা নিজেরা আইন মেনে চলবেন এবং অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও ওয়ারী থানা এলাকার নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী নেতারা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ