ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা
কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন 
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২

মোরেলগঞ্জ পৌর বিএনপির কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মানিক নির্বাচিত

শান্তিপূর্ণভাবে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুম ফকির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বি এম তরিকুল ইসলাম মানিক।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ১টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরেলগঞ্জ পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের মোট ১০০ জন ভোটার সদস্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে মোট ৯১টি ভোট কাস্ট হয়। এতে মোরেলগঞ্জ পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি পদে মোঃ মাসুম ফকির ৪৯টি ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম মোল্লা পান ৪১টি ভোট।

এছাড়াও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বি এম তরিকুল ইসলাম মানিক ৭০টি ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম মিঠু ২১টি ভোট পান।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন ডা. রমিজ উদ্দিন শেখ।

ভোট কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, মনিটরিং টিমের সদস্য শেখ আঃ হালিম খোকন, বেগম রুনা গাজী, মোঃ হাফিজুর রহমান হাফিজ, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ডক্টর কাজী মনির এবং পৌর সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ,যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ,উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম,উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির প্রমূখ।

ভোট গণনা শেষে বাগেরহাট জেলা বিএনপির মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, মোরেলগঞ্জ উপজেলার পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা দারুণ উজ্জীবিত,গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে দলের কর্মীরা তারা তাদের নেতা নির্বাচিত করেছেন। নবনির্বাচিত নেতৃত্ব দলীয় কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আনবে এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি।

শেয়ার করুনঃ