ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

মোরেলগঞ্জ পৌর বিএনপির কমিটি গঠন, সভাপতি মাসুম সম্পাদক মানিক নির্বাচিত

শান্তিপূর্ণভাবে বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাসুম ফকির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বি এম তরিকুল ইসলাম মানিক।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ১টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরেলগঞ্জ পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের মোট ১০০ জন ভোটার সদস্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।

এ নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে মোট ৯১টি ভোট কাস্ট হয়। এতে মোরেলগঞ্জ পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি পদে মোঃ মাসুম ফকির ৪৯টি ভোট পেয়ে নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম মোল্লা পান ৪১টি ভোট।

এছাড়াও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বি এম তরিকুল ইসলাম মানিক ৭০টি ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম মিঠু ২১টি ভোট পান।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হন ডা. রমিজ উদ্দিন শেখ।

ভোট কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, মনিটরিং টিমের সদস্য শেখ আঃ হালিম খোকন, বেগম রুনা গাজী, মোঃ হাফিজুর রহমান হাফিজ, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ডক্টর কাজী মনির এবং পৌর সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ,যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ,উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম,উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির প্রমূখ।

ভোট গণনা শেষে বাগেরহাট জেলা বিএনপির মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, মোরেলগঞ্জ উপজেলার পৌর শাখা বিএনপির ২ নম্বর ওয়ার্ড কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা দারুণ উজ্জীবিত,গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে দলের কর্মীরা তারা তাদের নেতা নির্বাচিত করেছেন। নবনির্বাচিত নেতৃত্ব দলীয় কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আনবে এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা রাখবে বলে আশা করছি।

শেয়ার করুনঃ