
চপল রায় ভোলা জেলা প্রতিনিধি: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার রাতে চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।এ সময় সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ফুটলার ও ক্রীড়ামোদী ব্যাক্তিত্ত্ব ছিলেন। ভোলা তিন আসনের বর্ষীয়ান রাজনীতিবিদ ছয় বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের ফুটবল খেলোয়াড় হিসেবে সুখ্যাতির কথাও তুলে ধরেন তিনি।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইন চার্জ আবদুল্লাহ আল মামুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক হাসান মোঃ সাফা পিন্টু, চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেব মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আব্দুল হালিম, যুবদলের নেতা জাবেদ দিপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরীফ হাওলাদার, যুগ্ম আহবায়ক শাহীন আলম অভি, স্বেচ্ছাসেবক দলের আল মামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।