
পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলার আহ্বায়ক কমিটি সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। শুক্রবার (৩ জানুয়ারি) পঞ্চগড় প্রেসক্লাবের সভা কক্ষে পঞ্চগড় সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকবৃন্দের ব্যানারে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় সদর উপজেলার আহ্বায়ক মোছাঃ আফরোজা প্রধান বলেন গত ০১/০১/২০২৫ ইং তারিখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নামে সংবাদ সম্মেলনে কতিপয় শিক্ষক মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে এক সংবাদ সম্মেলন করেন, অথচ আমাদের সদর উপজেলা শিক্ষক সমিতি গঠনতান্ত্রিক উপায়ে সাধারন সভার মাধ্যমে গত ০৯/১২/২০২৪ইং তারিখ সকল শিক্ষকগণের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কিন্তু কিছু সংখ্যক শিক্ষক পদ না পেয়ে আমাদের কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছেন। আমরা পঞ্চগড় সদর উপজেলার সকল শিক্ষকবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে উক্ত সংবাদ সম্মেলনে মিথ্যা উপস্থিতি দেখিয়ে ও জোর করে শিক্ষকদের পদত্যাগ দেখিয়ে সংবাদ সম্মেলন করেন। উল্লেখ্য যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চগড় জেলা শাখার আহবায়ক হিসেবে প্রধান শিক্ষক নাসের বাবুল ২৩/১১/২০২৪ইং তারিখে নিজেকে ঘোষনা দেন এবং একই বিদ্যালয়ের ২জন শিক্ষক জেলা ও উপজেলা কমিটিতে বিভিন্নভাবে প্রভাব বিস্তারের অপচেষ্টা করছেন।এ সময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মো: মনসুর আলমসহ সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।