
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় দুটি সিআর পরোয়ানাভুক্ত এক নারীকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ।
আটককৃত পরোয়ানাভুক্ত আসামী ফাতেমা বেগম ময়না(৪০) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা নূরুল আবছার তারিফের স্ত্রী।
গত বৃহস্পতিবার রাতে হাতিয়া থানার এসআই ইসমাইল হোসেন ও সঙ্গীয় নারী জান্নাতুল ফেরদৌস সহকারে অভিযান পরিচালনা করে
তাকে আটক করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি একে এম আজমল হুদা। এছাড়াও মামলার বিষয়ে তিনি বলেন- আসামিকে সিআর-৫২৪/২০২৪, সিআর-৩০৫/২০২৪ এর মামলায় রাতে তার নিজ বাড়ি থেকেই আটক করা হয়,আটককৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারসহ মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে।