
মোঃ রাশেদুল ইসলাম, জেলা প্রতিনিধি পঞ্চগড়।। পঞ্চগড় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ছয়টি ভারতীয় গরু আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধীনস্থ অমরখানা বিওপি। বৃহস্পতিবার (২-জানুয়ারী) ২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে পরিত্যক্ত অবস্থায় গরুগুলো আটক করে বিজিবি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ অমরখানা বিওপির একটি বিশেষ টহল দল সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত পিলার ৭৪৩/৩ এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওমরখানা ইউনিয়নের বোর্ডবাজার নামক এলাকায় চোরাচালানকৃত ভারতীয় ছয়টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হন। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ ১৫ হাজার টাকা। এ বিষয় নীলফামারী ব্যাটেলিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সর্বদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি সবসময় অব্যাহত থাকবে বলে জানানো হয়।