বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার( ২ জানুয়ারি)সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে,উপজেলা নির্বাহী অফিসার মোঃনাজমুল ইসলাম এর নেতৃত্বে কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক আড্ডা,ওয়াকাথন, আলোচনা সভা, র্যালি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময়,স্থানীয় প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর, থানা পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্রসহ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল,"নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার"কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক আড্ডা
অনুষ্ঠানে বক্তারা সমাজের অবহেলিত জনগণের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং স্থানীয় জনগণকে সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উপজেলা সমাজ কল্যাণ পরিষদের ফান্ড হতে আর্থিক সাহায্য প্রদান করা হয়।