
উদ্ধার হলেন পটুয়াখালীর মৌকরন ইউপির চেয়্যারমান কাজী রাইসুল ইসলাম সেলিম
পটুয়াখালী জেলা প্রতিনিধি। জানা গেছে, ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে গ্রীন লাইন গাড়িতে করে ঢাকায় ফিরছিলেন পটুয়াখালীর মৌকরণ ইউপির চেয়ারম্যান। পথিমধ্যে ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রীন লাইন গাড়ী হতে ডিবি পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় একদল লোকজন। আরও জানা যায়,১ জানুয়ারী বুধবার সকালে এ চেয়ারম্যান এর স্ত্রী র ফোনে কল দিয়ে ১ কোটি টাকা মুক্তিপন চায় ঐ সকল লোকজনের মধ্যে থেকে একজন।এরপর বিভিন্ন মাধ্যমে সন্ধ্যানের পর মৌকরণ ইউপির চেয়ারম্যান আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় উদ্ধার হয়েছেন ২ জানুয়ারি বৃহস্পতিবার এমনটি জানা গেছে। প্রসঙ্গত: পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়ন পরিষদ ( ইউপি)’র চেয়ারম্যান’র নাম কাজী রাইসুল ইসলাম সেলিম। প্রসঙ্গত: মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর ছবি সংগৃহীত।