
নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়াকাথন ও আলোচনা সভার মধ্য দিয়ে লালমনিরহাটের কালীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার ২ জানুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে দিবসটি উপলক্ষে বণার্ঢ্য ওয়াকাথন ও মুক্ত আড্ডা পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্বে ) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি দিতি রায়,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকতা, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, ভাতাভোগী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা ।