জাতীয় সমাজসেবা দিবস২০২৫ উদযাপনে পটুয়াখালীতে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়,পটুয়াখালী'র আয়োজনে সার্কিট হাউসের সামনে এ দিবস পালনে ওয়াকাথন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার জাহিদ, জেলা পুলিশ সুপার, পটুয়াখালী।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উক্ত ওয়াকাথন ও আড্ডা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। এসময় এ ওয়াকাথন ও আড্ডা অনুষ্ঠান পরিচালনা করেন যাদব সরকার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), পটুয়াখালী। এ আড্ডা অনুষ্ঠানে এসময় সঞ্চালনায় ছিলেন শিলা রানী দাস, উপপরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, পটুয়াখালী। এছাড়াও এসময় আড্ডা অনুষ্ঠানে সুচনা বক্তব্য রাখেন ডাঃ এস.এম কবির হাসান, সিভিল সার্জন, পটুয়াখালী।
এরপরে ওয়াকাথন পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াকাথন,আড্ডা ও ওয়াকাথন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসময় জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা কার্যালয় এর বিভিন্ন স্তরের কর্মকর্তা - কর্মচারী বৃন্দ, নানা স্তরের গন্যমান্য ব্যক্তি বর্গ, ছাত্র - ছাত্রী, সমন্বয়ক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।