
মুন্সিগঞ্জের শ্রীনগরে ১৭ই ডিসেম্বর গভীর রাতে টঙ্গী ময়দানে নিরীহ ঘুমন্ত মুসল্লিদের ওপর পূর্ব পরিকল্পিত হামলাকারী এতায়াতী সাদপন্থী সন্ত্রাসীদের নিষিদ্ধের ও বিচারের দাবিতে তাবলীগ জামাতের জুবায়ের পন্থীদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া জোরপুল এলাকায় আটপাড়া, তন্তর ও কোলা ইউনিয়ন ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা ও তাবলীগ জামাতের সাথীদের উদ্যোগে ঐ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীনগর তাবলীগ জামাতের জুবায়ের গ্রুপের ইমাম মুফতি মোঃ আক্তার হোসেন, আলেমে সূরা মুফতি মো: শাকিল হোসেন, আলেমে সূরা মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
বক্তারা ঘুমন্ত মুসল্লিদের ওপর এতায়াতী সাদপন্থী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।