ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

৯১’র জাতীয় নির্বাচন’র মূল কারিগর ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল: কেন্দ্রীয় বিএনপি নেতা মোশাররফ হোসেন

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) প্রধান হাতিয়ার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল একতাবদ্ধ হয়ে কাজ করে সেই নির্বাচনের বিজয় নিশ্চিত করেছিলেন। আর সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ১ম নারী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জয়লাভ করেছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা ঐক্য প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে এই সংগঠন গঠন করেছিলেন। দীর্ঘদিন সংগ্রাম করে এরশাদ বিরোধী আন্দোলনে এই ছাত্রদল ৯ বছর রাজপথে থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সেদিন গনতন্ত্রকে মুক্ত করেছিলেন। আমার স্পষ্ট মনে আছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেদিন যে পরিবারের বাবা, চাচা আওয়ামী লীগ করতেন তাদের সন্তান আমাদের সাথে ছাত্রদলে যোগ দিয়েছিল। তিনি বলেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জন ৪৫২ জন কর্মী প্রান হারিয়েছেন।৫২ জন চোখ হারিয়েছেন এবং ৩ শতাধিক চিরতরে পঙ্গুত্ব বরন করেছেন। তিনি ছাত্রদলের সেই গৌরব ও ঐতিহ্য ধরে রাখতে ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
এর আগে বুধবার বিকাল তিনটায় দিবসটি উপলক্ষে কলাপাড়া বিএনপি কার্যালয় থেকে এক বর্নাট্য র‍্যালি বের হয়ে কলাপাড়া পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদল সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুহুল আমিন গাজীসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় কলাপাড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠন এবং উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্রদলের সাবেক সকল ইউনিটের সভাপতি ও সম্পাদককে শুভেচ্ছা পুরষ্কার প্রদান করেন অতিথিরা।

শেয়ার করুনঃ