ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পটিয়া বিএনপির স্মারকলিপি প্রদান

পতিত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলের ভোটারবিহীন চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারদেরকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে পুনর্বাসন করার অপচেষ্টার প্রতিবাদে আজ বুধবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতৃবৃন্দ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ বলেন, আমাদের পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার এবং পৌরসভার মেয়র ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ অধিকাংশই পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের নেতা এবং দোসর ছিলেন। উক্ত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বারগণ তৎকালীন ফ্যাসিবাদী সরকারের দোসর হওয়ার সুবাদে জোর করে এবং বিনা ভোটে অবৈধভাবে নির্বাচিত হয়েছিল। আমরা ইতিমধ্যেই অবগত হয়েছি যে, জেলা প্রসাশনের পক্ষ থেকে জনগণের মৌলিক সেবা প্রদানের লক্ষ্যে পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ও উপজেলার ১৭টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হিসেবে কমিশনার ও মেম্বারদেরকে দায়িত্ব দেয়া হচ্ছে। এব্যাপারে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করতে আগ্রহী। তবে যেহেতু উক্ত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বারগণ যেহেতু অধিকাংশই পতিত অবৈধ ভোটারবিহীন আওয়ামীলীগ সরকারের আজ্ঞাবহ ছিলেন এবং তার যথেষ্ট দূর্ণীতিপরায়ণ ছিলেন, সেহেতু তাদের মধ্য থেকে কোন প্রতিনিধিকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়, তাহলে বাংলাদেশের গনতন্ত্রকামী জনগণের রক্তে কেনা স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখার শামিল হবে এবং ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে আত্মত্যাগ করা অগনিত শহীদের সাথে বেঈমানী করা হবে। কারণ উক্ত অবৈধ ভোটারবিহীন তথাকথিত জনপ্রতিনিধিরা ছিলেন ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকারী আওয়ামীলীগ সন্ত্রাসীদের মদদদাতা এবং সহযোগী। নেতৃবৃন্দ এবিষয়ে জেলা প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, ইসমাইল হোসেন, আবদুর রহিম, আবু তৈয়ব চৌধুরী, দিদারুল আলম, মন্জুর উদ্দীন, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবছার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক গোলাম হোসেন নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, শাহাদাত হোসেন প্রমূখ।

শেয়ার করুনঃ