ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’

উলিপুরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উপজেলা বিএনপি’র সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে কৃষকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা ও সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সুত্রে জানা গেছে, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার সাথে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞার রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় আসামীগন হাতে ধারালো অস্ত্রশস্ত্রে অতর্কিতভাবে ১ নং আসামী উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞার হুকুমে উলিপুর মধ্যবাজারে কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানার বসতবাড়িতে প্রবেশ করে ভাঙ্গচুর করেন। এসময় কৃষকদল নেতার স্ত্রী নাজমা বেগম বাঁধা দিলে আসামীগন তাৎক্ষণিকভাবে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামীগন শয়নঘরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র ভাঙ্গচুর করেন। একপর্যায়ে ১ নং আসামীর হুকুমে অন্যান্য আসামীগন ঘরে থাকা আসবাবপত্রে আগুন দেয়। এতে ঘরে থাকা দু’টি ফ্রিজ, এলইডি টিভি, ওভেনসহ বিভিন্ন জিনিস ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এরপর ঘরের শোকেজের ড্রয়ারে থাকা ৭ ভূরি স্বর্ণালঙ্কার ও দু’টি ফিজিয়ান গাভী চুরি করে নিয়ে যায়। এঘটনায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার স্ত্রী নাজমা বেগম বাদি হয়ে উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা ও সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলসহ ৭৮জন নামীয় ও অজ্ঞাতনামীয় ৫০জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা বলেন, মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারাসহ আরও অনেকে আমরা নিহত আশরাফুলের মরদেহ নিয়ে রাত ১০টা পর্যন্ত উলিপুর হাসপাতালেই ব্যস্ত ছিলাম। উলিপুর বাজারে বিচ্ছিন্নভাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা অবগত নই। রাজনৈতিক ভাবে সুনামক্ষুন্নের জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। উল্লেখ্য, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেমঘটিত বিরোধ মীমাংসা করতে গিয়ে থানা চত্বরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। এতে আহত হয়ে প্রাণ হারান যুবদল নেতা আশরাফুল আলম। রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের পক্ষের লোকজন ছেলের পক্ষে অবস্থান নেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য তাসভীর উল ইসলামের পক্ষের লোকজন এক ছাত্রদল নেতার পক্ষে অবস্থান নিয়ে সালিশে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাসভীর উল ইসলামের সমর্থকেরা ক্ষুদ্ধ হয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে আব্দুল খালেকের সমর্থক আমিনুল ইসলামের শুভেচ্ছা হোটেল ভাংচুর করেন। এরপর জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। হত্যাকান্ডের ঘটনায় নিহত আশরাফুলের পিতা আয়নাল হক বাদি হয়ে ২৮ ডিসেম্বর সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজল ও আবু জাফর সোহেল রানাসহ ২০জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুনঃ