
মিরসরাইয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জোরারগঞ্জ থানা কমিটি গঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মনির হোসেন সাক্ষরিত এক চিঠিতে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে আহবায়ক করা হয়েছে শিক্ষানুরাগী ও ক্রীড়াবিদ রবিউল হককে। এছাড়া জহির উদ্দিন ও আবদুল খালেককে যুগ্ম-আহবায়ক, সরোয়ার উদ্দিনকে সদস্য সচিব, মোশারফ হোসেন, জাফর আহম্মদ লিটন ও তারেক হোসেনকে সদস্য করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের জোরারগঞ্জ থানা কমিটি’র আহবায়ক শিক্ষানুরাগী ও ক্রীড়াবিদ রবিউল হক জানান, আগামী হবে ৬ মাসের মধ্যে জোরারগঞ্জ থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ পরিচ্ছন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে যুবকদের ২১শতকের চ্যালেন্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে মরহুম আরাফাত রহমান কোকোর শেষ স্বপ্ন বাস্তবায়ন করবে।