
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জানা গেছে, কেন্দ্র ঘোষিত ২ দিনের কর্মসূচির অংশ হিসেবে ১ জানুয়ারি বুধবার সকালে পটুয়াখালী পৌর শহরের সদর রোডস্থ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান কর্মসূচি পালিত হয়।
বিকেলে ডিসি স্কোয়ার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ রোডে গিয়ে শেষ হয়। এছাড়া আগামীকাল দুপুরে ডিসি স্কোয়ার মাঠে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।