'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মোরেলগঞ্জ শুরু হয়েছে তারুণ্যের উৎসব।
বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ এর আয়োজনে অনুষ্ঠানের শুরুতে উপজেলা উপজেলা চত্বর আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে উৎসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এর পর পরই একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটির নেতৃত্ব দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম,র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন, 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গঠনে নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণ সমাজ। এজন্যে তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের নতুন ব্যাগ ও বই উৎসবে বই বিতরণ এবং গরীব অসহায়দের মাঝে শীতবস্ত বিতরন করা হয়।