ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

খুলনা হরিণটানায় নূরানী ও আদর্শ কিন্ডার গার্ডেন মাদ্রাসা উদ্বোধন

শিশুদের দিন শিক্ষা গ্রহণে সাম্প্রতিক সময় নুরানী শিক্ষা বেশ জনপ্রিয় উঠে বাংলাদেশে এর ধারাবাহিকতায় খুলনা চেয়ারম্যান মোড়,রাজবাঁধ,হরিণটানা থানা, বটিয়াঘাটা খুলনা, সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে মনোয়ারা বেগম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে।

গত খুলনায় ১/১/২০২৫ বুধবার দুপুর ১.৩০ মিনিটে চেয়ারম্যান মোড়, রাজবাঁধ, হরিণ্টানা থানায় এলাকায় মনোয়ারা বেগম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা ও শুভ উদ্বোধন করা হয়।

মাদ্রাসায় আদর্শ নূরানী কিন্ডার গার্ডেন এবং প্লেস শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান কার্যক্রম চালানো হবে। এবছর সকল বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এ মাদ্রাসাটি পরিচালনা করবেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসনে আরা তান্নি উপজেলা নির্বাহী অফিসার বটিয়াঘাটা ,সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শরীফ শাওন সহকারি কমিশনার, ভূমি, বটিয়াঘাটা,অফিসার্স ইনচার্জ শেখ খায়রুল বাশার হরিণটানা থানা, গৌতম কুমার মন্ডল উপজেলা প্রকৌশলী অধিদপ্তর বটিয়াঘাটা, জি.এম আলমগীর কবির উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মুফতি আব্দুল কুদ্দুস দা,বা,মহাসচিব নূরানী তা’লিমুল কুরআন বোর্ড, অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান মুহতামিম, আব্দুল গফুর মোল্লা সাবেক চেয়ারম্যান, শাহআলম হোসেন সাজু, বাইজিদ খান, শাহাদাত হোসেন হীরা প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার জন্য উপজেলা জেলা থেকে যত সহযোগিতা করা হবে এবং মাদ্রাসাটি পরিচালনা সাপেক্ষে সব রকম ব্যবস্থা নেয়া হবে। ভালো শিক্ষক দ্বারা মাদ্রাসাটি আপনারা পরিচালনা করবেন, যাতে করে এইসব কোমলমতি শিশু বাচ্চারা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত না হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন ও আলোচনা সভার এবং মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ