
রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, স্বৈরাচারী সরকার পতনের ৫ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি।
বুধবার ১ জানুয়ারী দুপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এর আগে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা ছাত্রদল ৫ হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হামার বাড়ির সামনে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় লালমনিরহাট জেলা ছাত্রদল সভাপতি লিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ অনেকে।