
নড়াইলে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বিকাল ৪ টায় জেলা জাতীয় পার্টির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার অ্যাড. ফায়েকুজ্জামান ফিরোজ, সাধারন সম্পদক শিকদার হাদিউজ্জামান হাদি, সহ-সভাপতি লিয়াকত হোসেন হেকমত, সদর উপজেলা সভাপতি সাঈদ মেম্বার, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদর, জেলা যুব সংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক জামাল শিকদার, জাতীয় ছাত্র সমাজের জেলা সদস্য সচিব সাহারিয়ার পারভেজ ইমন, শ্রমিক পার্টির সভাপতি তাহাজ্জত হোসেন, তরুন পার্টি সাধারন সম্পদক ওহিদুজ্জামান প্রমূখ। এ সময় বক্তারা বলেন ১৯৮৬ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এরশাদের শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল। মারামারি হানাহানি ছিল না। লোকজন শান্তিতে ঘুমাতো। দ্রব্য মুল্য ছিল ক্রয় ক্ষমতার মধ্যে। পরিকল্পিত উন্নয়ন হয়েছ। এ সময় বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।