
মুন্সীগঞ্জের শ্রীনগরে মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রধান শিক্ষককে মারধর করার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মানববন্ধ ও শিক্ষকদের কর্মবিরতি পালনের ঘোষনা দেয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার মদনখালী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিদ্যালয়ের আয়োজনে ছাত্র-ছাত্রীরা ঘন্টা ব্যাপী ঐ মানববন্ধন করে।
এ সময় শিক্ষকরা কর্মবিরতি পালনের ঘোষনা দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মদনখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, সিনিয়র শিক্ষক রঞ্জিত কুমার সরকার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, রফিকুল ইসলাম,শাহজাহান, অর্পনা রানী, কামরুজ্জামানসহ বিদ্যালয়ের তিন-শতাধিক ছাত্র-ছাত্রী।