ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ফিরে দেখা ২০২৪

ডেস্ক রিপোর্ট:

বছরজুড়ে যাঁরা আলোচিত-সমালোচিত
বাংলাদেশে অত্যন্ত আলোচিত বছর ২০২৪ সাল। বিশেষ করে বছরের মধ্যভাগ থেকে কোটা সংস্কার তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল দেশ। কারো কারো বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ নিয়েও চলে তুমুল আলোচনা-সমালোচনা। 

আলোচিত

মুহাম্মদ ইউনূস : আওয়ামী লীগের শাসনকালে তাঁর বিরুদ্ধে কর ফাঁকি, শ্রম আইন লঙ্ঘনসহ একাধিক হয়রানিমূলক মামলা দিয়ে তাঁকে হেনস্তা করার অভিযোগ রয়েছে। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে নেতৃত্বে দেওয়া সমন্বয়করা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।

মীর মাহফুজুর রহমান মুগ্ধ : কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। একজন ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। মুগ্ধের কণ্ঠে ‘পানি লাগবে পানি’ শব্দ তিনটি মানুষের কাছে স্মৃতি হয়ে আছে।

নাহিদ ইসলাম : কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘টাইম ১০০ নেক্সট’-এর তালিকায় উদীয়মান নেতা ক্যাটাগরিতে তাঁর নাম রয়েছে। আন্দোলনের সময় নাহিদকে পুলিশ হেফাজতে নিয়েছিল।
মুক্তি পেয়ে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নামেন।
ওয়াকার-উজ-জামান : জুলাই-আগস্টের আন্দোলনের শেষ মুহূর্তে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়ে প্রশংসা পান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
তাঁর ৩৯ বছরের সামরিক জীবন কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের অভিজ্ঞতায় পরিপূর্ণ। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন বলে তিনি জানিয়েছিলেন। বলেছিলেন, রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।
আসিফ নজরুল : কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল। বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন।
আসিফ মাহমুদ : কোটা সংস্কার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। তিনিসহ সমন্বয়করা দেশে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাক দেন। ফলে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়। আসিফ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা।
সারজিস আলম : ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। কোটা আন্দোলনের সময় তাঁর বিভিন্ন বক্তব্য ছাত্র-জনতাকে অনুপ্রেরণা দিয়েছিল। ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়ে আবার নামেন আন্দোলনে। বর্তমানে সরকারের বিভিন্ন ভুল সিদ্ধান্তের সমালোচনা করছেন। উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার বা মব জাস্টিসকে আইনবিরোধী বলে মতামত দেন সারজিস।
হাসনাত আবদুল্লাহ : কোটাবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য পাঁচ সমন্বয়কের সঙ্গে তাঁকেও হেফাজতে নিয়েছিল ডিবি। পরে মুক্তি পেয়ে পুনরায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এখন আন্দোলনের মাঠে থেকে বিভিন্ন অন্যায়-অনিয়মের প্রতিবাদ করছেন। সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিচ্ছেন।শফিকুর রহমান : জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আলোচনায় আসেন আগস্টে। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর শীর্ষ ব্যক্তিদের আমন্ত্রণ জানান। সেখানে উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে আলোচনায় আসেন শফিকুর। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তারেক রহমান : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার কাছে ‘প্রতিহিংসার’ শিকার হয়েছিলেন বলে আলোচনা রয়েছে। লন্ডনে থেকেই তিনি বিএনপিকে পরিচালিত করছেন। আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার নানা চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। তবে রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে তিনি বিএনপিকে এগিয়ে নিচ্ছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন পর তারেক রহমানের বক্তব্য মিডিয়ায় প্রচার ও প্রকাশ শুরু হয়। বিভিন্ন মামলায় খালাস পান তারেক।
খালেদা জিয়া : ২০০৭ সালের পর সংসদের বাইরে থাকলেও আলোচনায় ছিলেন। আওয়ামী লীগ সরকার তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলা করে। কয়েকটি মামলায় কারাদণ্ডও হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পান। তাঁর বিরুদ্ধে করা মামলাগুলো নিষ্পত্তি হয়েছে।

সমালোচিত

শেখ হাসিনা : ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রী হয়ে ‘কর্তৃত্ববাদী’ ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন শেখ হাসিনা। কোটা সংস্কার তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।

বেনজীর আহমেদ : সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব দেখানোর পাশাপাশি অবৈধ সম্পদের পাহাড় গড়ার ও একাধিক মানুষ হত্যার অভিযোগ রয়েছে। ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত থাকার’ অভিযোগে র‌্যাবে থাকাকালে অন্য কর্মকর্তাদের পাশাপাশি বেনজীরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

ওবায়দুল কাদের : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে বহু মামলা হয়েছে। বেফাঁস ও লাগামহীন বক্তব্যের জন্য ছিলেন সমালোচিত। এখন আত্মগোপনে রয়েছেন।

আসাদুজ্জামান খান কামাল : কোটা সংস্কার আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। ‘গণহত্যা’র অভিযোগে তাঁর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আসাদুজ্জামান ও তাঁর পরিবারের নামে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে বলে দাবি দুদকের।

সালমান এফ রহমান : ঋণখেলাপি এবং ব্যাবসায়িক ‘কেলেঙ্কারির’ জন্য সমালোচিত। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাঁর মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা নিয়ে ঋণখেলাপির তালিকা থেকে নিজেদের নাম সরিয়ে ফেলে বলে অভিযোগ। শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হওয়ার পর রাজনীতিতে একচেটিয়া প্রভাব তৈরি হয়। ১৩ আগস্ট পর্যন্ত ‘আত্মগোপনে’ ছিলেন।

হারুন অর রশীদ : ২০১১ সালে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে হরতাল চলাকালে পিটিয়ে আহত করা থেকেই আলোচনায় ছিলেন পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ। রাজনৈতিক-সামাজিকভাবে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে তাঁর অফিসে খাইয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করতেন। ‘হারুনের ভাতের হোটেল’ হিসেবে পরিচিতি পেয়েছিল ও অনলাইনে ভাইরাল হয়েছিল ডিবির কার্যালয়। কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে বেশ কয়েক দিন আটকে রেখেছিলেন তিনি। পরে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়াতে তিনি বাধ্য করেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক।

মতিউর রহমান : এনবিআরের সদস্য থাকা অবস্থায় মতিউর রহমান বছরব্যাপী আলোচনায় ছিলেন। কোরবানির জন্য ১২ লাখ টাকার ছাগল কেনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুশফিকুর রহমান ইফাত ও তাঁর বাবা মতিউর। মতিউরকে নিয়ে অনুসন্ধানে নেমে দুদক বিপুল অর্থবিত্তের প্রমাণ পায়।

জিয়াউল আহসান : এনটিএমসির সাবেক মহাপরিচালক। গুম, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ আগস্ট চাকরি থেকে এই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এনটিএমসির দায়িত্বে থাকাকালে কল রেকর্ড ফাঁস করার অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের সময় তাঁর নির্দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার অভিযোগ রয়েছে।

আনিসুল হক : সাবেক আইনমন্ত্রী। তাঁর বিরুদ্ধে আদালতকে ব্যবহার করে বিরোধী দল ও বিরোধী মতকে দমনের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট পর্যন্ত ‘আত্মগোপনে’ ছিলেন। ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজন ছাত্র ও একজন হকার নিহত হন। তিনি গ্রেপ্তার হয়েছেন।

এস আলম : সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে এক লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা পাচারের অভিযোগে আগস্টে এস আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশের তদন্তকারী সংস্থা।

 

বছরজুড়ে আলোচিত যত ঘটনা

আজ ৩১ ডিসেম্বর। রাত পোহালেই নতুন বছরে পা রাখবে পৃথিবী। নানা ঘটনায় বাংলাদেশ বদলে বিদায় নিচ্ছে ২০২৪। বছরের শুরুতেই সংসদ নির্বাচন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতন, বড় বন্যাসহ রাজনীতি ও রাজনীতির বাইরে নানা কারণেই ঘটনাবহুল ছিল এই বছরটি।

বিভিন্ন কারণে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে। তবু ছিল সুসংবাদ। বছরের শেষ মাসে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট চোখে ২০২৪ সালের সেরা দেশ বাংলাদেশ। ২০২৪ সালে জাতীয় পর্যায়ে বড় ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ঘটনা পাঠকের সামনে তুলে ধরা হলো-

অধ্যাপক ইউনূসের কারাদণ্ড
২০২৪ সালটি শুরু হয়েছিল শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ডের মধ্য দিয়ে।রযদিও পরে এ মামলা টেকেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
স্বল্প ভোটার উপস্থিতি এবং বিভিন্ন স্থানে সহিংসতাসহ নানা ঘটনার মধ্য দিয়ে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচনের শেষ দিকে এসে জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের অনেক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে যান। অনিয়মের অভিযোগে নয়টি আসনের ২১ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

আওয়ামী লীগের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। বিরোধী দল বিএনপি দাবি ছিল, ভোটাররা তাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছে। অন্যদিক আওয়ামী লীগ বলেছিল, ভোট বর্জনের আহ্বান যারা দিয়েছে তাদেরই ভোটাররা বর্জন করেছেন। এছাড়া ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক ছিল বলে আখ্যায়িত করেছে দলটি।
বেইলি রোডে আগুন
২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারান।

নিহতদের মধ্যে একজনের মরদেহ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত হলে বিষয়টি সুরাহা করা হয়। ফুটবলে মেয়েদের শিরোপা জয় ১০ মার্চ ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে বাংলাদেশ। কাঠমান্ডুর অদূরে ললিতপুরের আনফা একাডেমি মাঠ জায়গা পেয়ে যায় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে।

সোমালি দস্যুর কবলে বাংলাদেশি জাহাজ

১২ মার্চ ভারত মহাসাগরে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোমালিয়া জলদস্যুদের ১০-১৫ জনের একটি দল এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজ নিয়ন্ত্রণে নেয়। পরে জাহাজটির ক্যাপ্টেনসহ ২৩ নাবিককে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে।

কলকাতায় বাংলাদেশি সংসদ সদস্য খুন
চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে চলতি বছরের ২২ মে খুন হয় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। একটি বাসায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ কিমা বানিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে কলকাতার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। সেগুলো আনারের কিনা তা সংশয় দেখা দেয়। পরে ডিএনএ পরীক্ষার পর ২০ ডিসেম্বর নিশ্চিত হওয়া যায়, খণ্ডাংশগুলো তার মরদেহের।

খালেদা জিয়া মুক্ত
শেখ হাসিনার পতনের একদিন পর অর্থাৎ গত ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি মেলে খালেদা জিয়ার। ওই দিন বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার
শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে এ সরকারের উপদেষ্টা ছিল ১৭ জন। পরে তা বেড়ে হয় ২২ জন। তবে গত ২০ ডিসেম্বর এ এফ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টার সংখ্যা দাঁড়ায় ২১ জনে।

ভয়াবহ বন্যা
ভারত থেকে আসা ঢল ও ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণপূর্বাঞ্চল। গত ১৯ আগস্ট শুরু হয় স্মরণকালের এই বন্যা। এতে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত হয়। ওই বন্যায় অন্তত ৫৯ জন নিহত হয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জুলাই-আগস্টে আন্দোলনে হত্যার বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্যোগ নেওয়ার পর ১৭ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই আদালত।

ছাত্রলীগ নিষিদ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এর মধ্যেই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

চিন্ময় কারাগারে, আইনজীবীকে হত্যা
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় ২৬ নভেম্বর কারাগার পাঠান চট্টগ্রামে আদালত। এ ঘটনায় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

গ্রেনেড হামলা মামলার রায় বাতিল
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিচারিক আদালত ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন। গত ১ ডিসেম্বর ওই মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা
শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছি। এর মধ্যে ২ ডিসেম্বর ভারতের আগরতলায় দেশটির উগ্রপন্থীরা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে। এ ঘটনার পর বাংলাদেশ তলব করে ভারতের হাইকমিশনারকে। এ ছাড়া প্রতিবাদ জানিয়ে বিএনপির তিন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

বর্ষসেরা বাংলাদেশ
২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচন করেছে দি ইকোনমিস্ট। ১৯ ডিসেম্বর এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমটি। বর্ষসেরা দেশের তালিকা সংবলিত এ প্রতিবেদনে বলা হয়েছে, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী— এমন সব বিবেচনায় নয়; বরং গত ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে।

জাহাজে সাত খুন
চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা সারবাহী এমভি আল-বাখেরা জাহাজে সাতজনকে খুন করেন ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান। পরে তাকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে র‌্যাব জানিয়েছিল, ইরফান একাই সাতজনকে খুন করেছেন।

এ ছাড়া কোরবানির সময় কোটি টাকার গরু, এনবিআরের সদস্য মতিউরের ছেলের ১৫ লাখ টাকা দামের ছাগল, বিসিএসের প্রশ্নফাসের খবর, পুলিশের সাবেক মহাপরিদশর্ক বেনজীরের নানা দুর্নীতিও আলোচনা-সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে ছিল।

 

শেয়ার করুনঃ