
পটুয়াখালীতে ভিপি নুরুল হক নুর এর ছেলের সুস্থতা ও পটুয়াখালী জজ কোর্টের সহকারি কৌসুলি (জি.পি) মোঃ আবদুল্লাহ্ ইউসুফ অ্যাডভোকেট’র মাতা এবং পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও এ আইনজীবীর চেম্বার উদ্বোধন উপলক্ষে মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে পটুয়াখালী শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় উক্ত আইনজীবীর চেম্বারে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জজ কোর্টের এজিপি এ্যাড,ওমর ফারুক সিহাব, এ্যাড, শাহ জামাল, এ্যাড,মোঃ মোশারফ, এ্যাড,শহিদুল ইসলাম (৭) ও হাজী এ্যাড, আঃ মালেক পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ, গণ অধিকার পরিষদ,পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার, বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দিন, ইন্জিনিয়ার মোঃ ইউনুচ মিয়া ও জি.পি মোঃ আবদুল্লাহ্ ইউসুফ’র ছেলে তানজিম আহমেদ সহ একাধিক আইনজীবী, স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।