
আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো:
সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ পর্যন্ত বিভিন্ন দল থেকে ১৪ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন বলে জানা গেছে।
প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক সাংসদ ও হুইপ বর্তমান বিকল্পধারা প্রেসিডেন্ট সদস্য মহাজোটের প্রার্থী হিসেবে এইচ এম গোলাম রেজা (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুই বারের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আজম লেনিন, শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিচ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু,
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য শেখ মাসুদা খানম মেধা, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ, সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় মহিলা কমিটির সদস্য ও প্রভাবশালী ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন।
এছাড়া বিভিন্ন দল থেকে আরও তিনজন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।