
পটুয়াখালীর দুমকীর শ্রীরামপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনেফিট( ভিডব্লিউবি) কার্যক্রমের ২০২৩-২০২৪ চক্রের ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে খাদ্য ( চাল)বিতরণ করা হয়েছে। জানা গেছে, ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে এ ইউনিয়ন পরিষদ থেকে ভিডব্লিউবি কার্যক্রমের ৩৯১ জন উপকারভোগী নারীদের মাঝে নভেম্বর ও ডিসেম্বর মাসের খাদ্য ( চাল) বিতরণ করা হয়। উক্ত খাদ্য ( চাল) বিতরণ কালে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোঃ আজাহার আলী মৃধা, দুমকী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা বেগম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ( ইউপি)’র প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুসফিকুর রহমান সুমন, এ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গন, গ্রাম মহল্লাদার ( চৌকিদার) , স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ ও নানা গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রসঙ্গত: উক্ত খাদ্য (চাল) বিতরণ কালে উপকারভোগীদের মাঝে জন প্রতি দুই মাসের ৩০ কেজির দু’ টি করে চালের বস্তা দেয়া হয়।