
মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ যশোরের বাঘারপাড়া উপজেলার অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন আমি নই আমরাই সেবা সংঘ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পরিমল বিশ্বাস দেশ বিদেশের সকল সেচ্ছাসেবী ও যারা মানবিক কাজ করে তারা সহ সর্বস্তরের জনসাধারণ ও প্রবাসে বসবাসরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায়, পরিমল বিশ্বাস বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি,বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।নববর্ষ সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক ।পুরাতন বছরের দুঃখ, হতাশা ভুলে নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন।সকলকে নতুন বছরের শুভেচ্ছা