
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গরীব অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে বাইশারী ইউনিয়ন পরিষদের উদোগে এসব কম্বল বিতরন করেন বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম। সাংবাদিক আবদুল হামিদ, বাইশারী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শাহা জাহান, ইউপি সদস্য নুর জাহান,সদস্য আবু তাহের ও সাবেক মহিলা সদস্য সাবেকুন্নাহার উপস্থিত ছিলেন।বিতরনকালে বাইশারী ইউপি চেয়ারম্যান মো:আলম কোম্পানী বলেন- পাহাড়ে প্রচুর শীত শুরু হয়েছে।তাই প্রতি বছরের ন্যায় এমন মৌসুমে এলাকার হত দরিদ্র মানুয়ের মাঝে প্রথম ধাপে ১২০টি কম্বল বিতরন করা হয়েছে। উল্লেখ্য,বাইশারী ইউনিয়ন পরিষদের উদ্যােগে.মোট ১হাজার কম্বল বিতরন করা হবে।