
আল আমীন নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:প্রতিনিয়ত চলছে অভিযান ভাঙ্গছে মিনি ড্রেজার ধ্বংস করছে অসংখ্য স্থাপন পাইপ হচ্ছে জরিমানা জেল তারপরও নালিতাবাড়ীতে বারবার প্রশাসনের নিষেধাজ্ঞার পরও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ টি মিনি ড্রেজার (মেশিন) , ১৪ টি স্থাপনা, ১ টি ট্রাক ও ২ টি ড্রাম ট্রাক, ১ টি এক্সোভেটর সহ অসংখ্য পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী টানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সাথে ছিলে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি সদস্য ।সূত্র জানায়, দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হলেও পরবর্তীতে আবারও অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে অসাধু বালু ব্যবসায়ীরা। সম্প্রতি ভোগাই নদীর কালাকুমা এ হাতিপাগার এলাকায় নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।এছাড়াও দিনব্যাপী অভিযানে মিনি ড্রেজার ২৫ টি মিনি ড্রেজার, বালু উত্তোলনে ব্যবহৃত ১৪ টি স্থাপনা ১টি ট্রাক, ২ টি ড্রাম ট্রাক,১ টি এক্সোভেটর ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।