
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদক ছেড়ে খেলা ধরো, খেলাধুলায় জীবন গড়-এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া সরদারপাড়া গ্রামে কড়িয়া বাজার সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত সোমবার দিবাগত রাতে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা মোতালেব হোসেন।আয়মারসুলপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলমের সঞ্চালনায় ও সমিতির সভাপতি জুয়েল হোসেনের সার্বিক সহযোগিতায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী মাস্টার,থানা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, থানা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল,পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর সজল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম প্রমূখ। পরে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার (খাসি ও হাস) বিতরণ করেন অতিথিবৃন্দ।শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ।