
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ৭৬৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. ফয়জুর রহমান ও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক মো. মাহবুবুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে ব্যবসায়ী খোকন মিয়ার ভাংগারী দোকান ঘর থেকে ৬২৭ কেজি নিষিদ্ধ পলিথিন এবং নান্দাইল বাজারের রতন মিয়ার দোকান রতন স্টোর থেকে ১৪১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীগণ পালিয়ে যান। তবে ভ্রাম্যমান আদালত পরিচলানাকারী প্রশাসনের কর্মকর্তাগণ স্থানীয় লোকজন ও ব্যবসায়ীবৃন্দকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রী করতে নিষেধ করেন। যদি কেহ নিষিদ্ধ পলিথিন ব্যবহার বা বিক্রী করেন তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করার আহব্বান জানান। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন সাথে ছিলেন।