
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে অস্ত্রসহ নুর হোসেন সাগর (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়।
আটক সাগর বশিকপুর এলাকার রফিক উল্যার ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে নুর হোসেনকে একটি এলজি, একটি মোবাইল ও ৪৫০০ টাকাসহ জব্দ করা হয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।