ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান

নাজিরপুর বিদ‍্যাঃ নিজস্ব জ‌মি না থাকায় ভবন নির্মা‌নের প্রস্তাবনা বা‌তিল

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় শিক্ষার্থীদের জন্য একটি ভবন বরাদ্ধ দেওয়া হলেও তা নির্মাণ করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যালয়টি ১৯৬৮ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উপজেলা পরিষদের মধ্যে একটি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্কু‌লে বর্তমানে ৩৪২ জন শিক্ষার্থী র‌য়ে‌ছে। নিজস্ব ভূমি না থাকায় বিদ্যালয়টি সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে চার কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও নিজস্ব ভূমি না থাকায় নতুন ভবন নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এমত অবস্থায় উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সুপারিশ সহযোগে অকৃষি খাস জমি বিদ্যালয়টির বরাদ্ধ প্রাপ্তির লক্ষ্যে গত ৭ সে‌প্টেম্বর ২০২৩ খ্রিঃ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা প্রশাসক পিরোজপুর বরাবর আবেদন দাখিল করেন। ফলে জেলা প্রশাসক অকৃষি খাস জমি বিদ্যালয়ের নামে বরাদ্দ প্রদানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদনের জন্য প্রয়োজনীয়তা উল্লেখ করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিদ‌্যালয়‌টির না‌মে খাস জ‌মি বরাদ্দপ্রাপ্ত না হওয়ায় গত ২ ডি‌সেম্বর ২০২৪ ইং খ্রিস্টাব্দে উপজেলা প্রকৌশলীর কার্যালয় নাজিরপুর পিরোজপুর এর ৪৬,০২,৭৯৭৬,০০০,১৪০০১,২৪-৬৬৩ স্মরকমূ‌লে উপ‌জেলা প্রকৌশলী (এল‌জিইডি) বি এম মাহামুদুল হাসান স্বাক্ষ‌রিত এক প‌রিপ‌ত্রের মাধ‌্যমে চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ বাতিলের প্রস্তাব প্রেরন ক‌রেন।

এবিষ‌য়ে উপ‌জেলা প্রকৌশলী (এল‌জিইডি) বি এম মাহামুদুল হাসান ব‌লেন, ভূ‌মি জ‌টিলতার কার‌নে ভব‌নের প্রস্তাবনা বাতি‌লের জন‌্য চি‌ঠি পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এবিষয়ে প্রধান শিক্ষক সুব্রত সমদ্দার বলেন, নতুন ভবনের বরাদ্দ হলেও নিজস্ব ভূমি এবং প্রশাসনিক আদেশ না পাওয়ায় ভবন ফেরত যাচ্ছে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। অকৃষি খাস জমি বন্দোবস্ত পাওয়ার জন্য এবং প্রশাসনিক অনুমোদনের জন্য আবেদন করেছি যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে। আবেদনের কোন সুরাহা হচ্ছে না।

উপজেলা সহকা‌রি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার বলেন, ভবন নির্মাণের প্রস্তাবনাটি এখনো বাতিল হয়নি,আমরা জমির জন্য অধিদপ্তরে কাগজ পাঠিয়েছি।গত ৫ ই আগস্ট সরকার প‌রিবর্ত‌নের কারণে আমাদের সেই অনুমোদন এখনো হইয়া আসে নাই।

এ বিষ‌য়ে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ব‌লেন জায়গা বরাদ্দ হওয়ার আগেই ভবনের প্রস্তাব হ‌য়ে‌ছে, তা‌দের নিজস্ব ভূ‌মি না থাকায় এ জ‌টিলতা হ‌য়ে‌ছে, স্কু‌লের না‌মে জ‌মি বরা‌দ্দের চেষ্টা প্রক্রীয়াধীন।

শেয়ার করুনঃ