
নড়াইলে যাত্রিবাহী বাসের ধাক্কায় মো. ইমদাদুল মোল্যা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-যশোর মহাসড়কের চৌগাছা বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের মো. জামাল মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মো. ইমদাদুল মোল্যা নামে ওই ব্যক্তি সদর উপজেলার চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেল যোগে ঢাকা-যশোর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।