ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তফসির কমিটির আয়োজনে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫০তম আন্তর্জাতিক কোরআন তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেছেন ফিলিস্থিনের আল আকসা মসজিদের সাবেক খতিব ডঃ আলী ওমর ইয়াকুব আব্বাসী। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে তিনি বয়ান শুরু করেন। ঘন্টাব্যাপি আরবী ভাষায় তিনি মহান আল্লাহ ও রাসুল (সা:) এর আনুগত্যে হেদায়েতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এ সময় মাহফিলের মাঠে ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদি জনতার ঢল নামে। মাঠ ধর্মপ্রাণ মুসল্লিদের ভীড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সরাইল তাফসির কমিটির উদ্যোগে গত ২১ ডিসেম্বর শুরু হওয়া ১০দিন ব্যাপি ৫০তম আন্তর্জাতিক কোরআন তাফসির মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষাসচিব আল্লামা মুফতি সামসুল হক সাহেব। দেশ ও বিদেশের বরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকারমের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আল্লামা আবদুল হামিদ মধুপুরী পীর সাহেব ও বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব উক্ত মাহফিলে ধারাবাহিকভাবে হেদায়েতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।