
নেত্রকোনায় জামায়াত বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগ নেতা ও নেত্রকোনা ২ -বারহাট্রা আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান খান দৌলত এর উদ্যোগে শান্তি মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে।
আজ ২২ নভেম্বর বুধবার বিকেলে নেত্রকোনা মুক্তাপাড়া নিজ বাস ভবন থেকে মিছিলটি বের হয়ে নেত্রকোনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড়য়ারী, টেংগা হয়ে একই স্থানে এসে শেষ হয়।
এসময় এই মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান খান দৌলত বলেন আজকে বিএনপি জামায়াত শিবির সারা বাংলাদেশ জুরে যে নৈরার্জ সৃষ্টি করেছে তা প্রতিহত করার জন্য আমরা মিটিং মিছিল করছি,আমি একজন আওয়ামীগের প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করছি,অত্র এলাকা বাসির কাছে আমি দোয়া প্রার্থী,এবং আপনেরা সবাই সচেতন থাকবেন বিএনপি জামায়াত শিবিরের নৈরার্জ যাতে আমরা প্রতিহত করতে পারি,আগামীতে স্মাট বাংলাদেশ গড়ার বির্নিমানে আমরা এগিয়ে যাবো।