
বাগেরহাটের মোরেলগঞ্জে পলিথিন শপিং ব্যাগ ব্যাবহার করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা করা হয়েছে।
রবিবার ২৯ ডিসেম্বর সকালে মোরেলগঞ্জ উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ করা সত্বেও বাজারের বিভিন্ন দোকানদার ব্যাবসায়ী কর্তৃক জনসাধারণের মাঝে পলিথিন ব্যাগ ব্যাবহার করা ও পরিবেশ দূষনীয় মুক্ত করার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো নাজমুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে সর্ব মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর এর উপ পরিচালক মো.আসাদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্ধ সকালের উদ্দেশ্যে বলেন,এখন থেকে পলিথিন ব্যাগ বর্জন করে,পাটের ব্যাগ ব্যাবহার নিশ্চিত করা সহ উপস্থিত সকলের মাঝে পলিথিন ব্যাগ পরিহার করার লক্ষে পাটের ব্যাগ বিতরণ করা হয়।