
আলমগীর হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা
আলোকিত মানুষ গড়াই আমাদের অঙ্গীকার”এই প্রতিবাদ্য সামনে রেখে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ বিদ্যালয়ের মাঠ চত্বরে, প্রতিষ্ঠাকালীন সভাপতি আঃ রাজ্জাক ঢালীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ইউনুছ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আজিজুর রহমান খান, রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারেক, চৌমুহনী ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষাক মাওঃ আব্দুস সামাদ, বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান বাবু, সহকারী শিক্ষকা মরিয়াম খাতুন, রেহেনা খাতুন, আঃ হামিদ, আঃ রউপ, প্রমুখ,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম ঢালী, বাবু কালিপদ মন্ডাল, ডাঃ হামিদুল ইসলাম, অভিবক সামছুর রহমান, সাহাদাত মোড়ল, আঃ মজিদ ঢালী, ডাঃ তরুণ কুমার রায়, দীপঙ্কর কুমার দাস, সুদিপ কুমার রায়,সহ ,শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।