ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

চাঞ্চল্যকর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজধানীর কদমতলী থানা এলাকায় চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি মো.জিতুকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২৯ ডিসেম্বর) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়,রাজধানীর যাত্রবাড়ী এলাকার বাসিন্দা মো. মাহাবুব দিনমজুরি করে তার জীবিকা নির্বাহ করতেন।

গত ৩০ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে মাহাবুব কাজের জন্য বাসা থেকে বের হন। এরপর এক বন্ধুর সঙ্গে কদমতলী থানাধীন মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যান তিনি।

সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামি মো.জিতু পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে মাহাবুবকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এরপর জিতুসহ অপর আসামিরা গুম করার উদ্দেশ্যে মাহাবুবকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় কদমতলী থানার পাটেরবাগ এলাকায় ফেলে পালিয়ে যায়।

পরে মাহাবুবের পরিবার খবর পেয়ে সেখানে গিয়ে মাহাবুবের রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পায়। এই ঘটনায় মাহাবুবের ভাই মো.ফজর আলী বাদী হয়ে কদমতলী থানায় জিতুসহ নয়জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিষয় জানতে পেরে শাহাব উদ্দিনসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান।

র‍্যাব-১০ এর এএসপি তাপস কর্মকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ওই হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন। আসামি জিতুকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ