
মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়ো-এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে কুসুম্বা ইউনিয়নের ৬ নং নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ ২৯ ডিসেম্বর রবিবার রাতে কাশড়া পশ্চিমপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।
সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজেম উদ্দিন প্রধান।
থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পাঁচবিবি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা মোঃ আব্দুল গফুর মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত নেতা তারুণ্যের অহংকার মোঃ শামীম হোসেন মন্ডল, পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, থানা যুবদলের সাবেক আহবায়ক এস এম মাসুম ও আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল প্রমুখ।
পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। শেষে দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দরা।